হুয়াওয়ে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যালেন লিউর নেতৃত্বে হুয়াওয়ে টেকনোলজি (বাংলাদেশ) লিমিটেডের চার সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার আইডিআরএ চেয়ারম্যান ডঃ এম আসলাম আলমের সাথে দেখা করেছে। বাংলাদেশে হুয়াওয়ের জন্য বিএফএসআই (ব্যাংকিং, আর্থিক পরিষেবা এবং বীমা) পরিচালক সিজে এবং আইডিআরএ সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।