Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জুলাই ২০২৫

বিআইএ-এর সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2025-07-10
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর সাথে একটি পরামর্শ কর্মশালা আয়োজন করেছে।
বৈঠকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর প্রস্তাবিত সংশোধনী ও বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা সংশোধন বিষয়ে মতামত গ্রহণ করা হয়। আইডিআরএ-র চেয়ারম্যান ড. এম আসলাম আলম অধিবেশনের সভাপতিত্ব করেন।
বিআইএ-এর সভাপতি সাঈদ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেন। আইডিআরএ-র সদস্য (জীবন-বহির্ভূত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সদস্য (আইন) তানজিনা ইসমাইল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।